Blue Planet " নীল গ্রহ"
১২ সেপ্টেম্বর ২০০১ সালে, ব্রিটিশ টিভি সংবাদসংস্থা BBC এর প্রযোজনায় পৃথিবীর জীববৈচিত্র নিয়ে ধারণ করা হয় "ধারাবাহিক প্রাকৃতিক প্রামাণ্যচিত্র". যেটি পরবর্তিতে Blue Planet বা "নীল গ্রহ" নামে জনপ্রিয় হয়ে উঠে। এই প্রামাণ্যচিত্রটি বিবৃতি করেন David Attenborough. মিউজিক কম্পোজ করেন George Fenton. নির্বাহী প্রযোজক হলেন Alastair Fothergill.
৫ বছরে মোট ২০০ টি স্থান পর্যবেক্ষণ করার মাধ্যমে এ প্রামাণ্যচিত্রটি ধারণ করা হয়। পৃথিবী নামের নীল গ্রহটি এখনো রহস্যের আধার। ২৯ ভাগ স্থল আর ৭১ ভাগ জল নিয়ে গঠিত এই রহস্যঘন নীল পৃথিবীর এখনও অনেক স্থান অনাবিষ্কৃত রয়েই গেছে। এই নিগূঢ় রহস্য উন্মোচন করতে বিভিন্ন পর্ব নিয়ে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে "Blue Planet".
এছাড়া ধারাবাহিক প্রামাণ্যচিত্রগুলো ছিল " দ্য লাইফ অব ম্যামলস" (২০০২) এবং " প্ল্যানেট আর্থ" (২০০৬)।
৫০ মিনিটের এই কাহিনীতে পৃথিবীর অতল সমুদ্রের জীবজগৎ ও জীবের আচার ব্যবহার এবং তাদের জীবন-যাপনের বিভিন্ন বিষয় আন্ডার-ওয়াটার ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠে।
প্রথম টিভি শোটি ১২ মিলিয়ন মানুষ দেখেছে আর ৩০% সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার হয়েছিল।এর সাফল্য এর জন্য, ছন্দ এবং দৃশ্যপটে Emmy ও BAFTA টিভি পুরুষ্কারও পেয়েছে।
২০১৮ সালে, David Attenborough এর অনুসন্ধানে প্রাপ্ত ফাইটোপ্লাঙ্কটন এর নাম (Syracosphaera azureaplaneta) একজন বিজ্ঞানীর নামে রাখা হয়।
David Attenborough তার প্রথম প্রামাণ্যচিত্রে বলেনঃ-
"Our planet is a blue planet: over seventy percent of it is covered by the sea. The Pacific Ocean alone covers half the globe. You can fly across it non-stop for twelve hours and still see nothing more than a speck of land. This series will reveal the complete natural history of our ocean planet, from its familiar shores to the mysteries of its deepest seas."
এই প্রামাণ্যচিত্রের পর্বগুলো যুক্তরাষ্ট্রের ৫০ টি দেশে প্রচারিত হয়েছে। এমনকি ডিস্কভারি চ্যানেল "Discovery Channel" এ Pierce Brosnan বিবৃতির মাধ্যমে সারা বিশ্বে দেখানো হচ্ছে। এর নাম পরিবর্তন করে " দ্য ব্লু প্ল্যানেটঃ সীস অব লাইফ" দিয়ে পরিচালিত হচ্ছে। যা প্রথম দিকে "ওশান ওয়ার্ল্ড" নামে সম্প্রচারিত হয়।
তথ্যসূত্রঃ https://en.m.wikipedia.org/wiki/The_Blue_Planet
৫ বছরে মোট ২০০ টি স্থান পর্যবেক্ষণ করার মাধ্যমে এ প্রামাণ্যচিত্রটি ধারণ করা হয়। পৃথিবী নামের নীল গ্রহটি এখনো রহস্যের আধার। ২৯ ভাগ স্থল আর ৭১ ভাগ জল নিয়ে গঠিত এই রহস্যঘন নীল পৃথিবীর এখনও অনেক স্থান অনাবিষ্কৃত রয়েই গেছে। এই নিগূঢ় রহস্য উন্মোচন করতে বিভিন্ন পর্ব নিয়ে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে "Blue Planet".
এছাড়া ধারাবাহিক প্রামাণ্যচিত্রগুলো ছিল " দ্য লাইফ অব ম্যামলস" (২০০২) এবং " প্ল্যানেট আর্থ" (২০০৬)।
৫০ মিনিটের এই কাহিনীতে পৃথিবীর অতল সমুদ্রের জীবজগৎ ও জীবের আচার ব্যবহার এবং তাদের জীবন-যাপনের বিভিন্ন বিষয় আন্ডার-ওয়াটার ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠে।
প্রথম টিভি শোটি ১২ মিলিয়ন মানুষ দেখেছে আর ৩০% সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার হয়েছিল।এর সাফল্য এর জন্য, ছন্দ এবং দৃশ্যপটে Emmy ও BAFTA টিভি পুরুষ্কারও পেয়েছে।
২০১৮ সালে, David Attenborough এর অনুসন্ধানে প্রাপ্ত ফাইটোপ্লাঙ্কটন এর নাম (Syracosphaera azureaplaneta) একজন বিজ্ঞানীর নামে রাখা হয়।
David Attenborough তার প্রথম প্রামাণ্যচিত্রে বলেনঃ-
"Our planet is a blue planet: over seventy percent of it is covered by the sea. The Pacific Ocean alone covers half the globe. You can fly across it non-stop for twelve hours and still see nothing more than a speck of land. This series will reveal the complete natural history of our ocean planet, from its familiar shores to the mysteries of its deepest seas."
এই প্রামাণ্যচিত্রের পর্বগুলো যুক্তরাষ্ট্রের ৫০ টি দেশে প্রচারিত হয়েছে। এমনকি ডিস্কভারি চ্যানেল "Discovery Channel" এ Pierce Brosnan বিবৃতির মাধ্যমে সারা বিশ্বে দেখানো হচ্ছে। এর নাম পরিবর্তন করে " দ্য ব্লু প্ল্যানেটঃ সীস অব লাইফ" দিয়ে পরিচালিত হচ্ছে। যা প্রথম দিকে "ওশান ওয়ার্ল্ড" নামে সম্প্রচারিত হয়।
তথ্যসূত্রঃ https://en.m.wikipedia.org/wiki/The_Blue_Planet
Read Users' Comments (0)