The spot-fin porcupine fish




The spot-fin porcupinefish (Diodon hystrix) নরম পাখনার পটকা মাছ। স্থানীয় মানুষের কাছে “পটকা” মাছ নামেই পরিচিত। এরা সাধারণত গড়ে ৪০ সেঃমিঃ পর্যন্ত লম্বা হয়। এদের দেহ লম্বা আর বড় চোখওয়ালা মাছ। কানের পাখনা গুলো বড় কিন্তু পেলভিক ফিন (বুকের পাখনা) নেই। লেজের পাখনাগুলো লাগানো একসাথে। শরীরের আবরণ মসৃণ কিন্তু আঁইশগুলো কাঁটায় পরিণত হয়েছে। 

শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে শরীরের ভিতরে পানির চাপ বাড়িয়ে ফুলে উঠে আর তাদের এই কাঁটাগুলো ছড়িয়ে দেয়।
  











এটা মানুষের খাদ্য তালিকায় নেই কিন্তু চীন, থাইল্যান্ড এর একটি ক্ষুদ্র অংশ খেয়ে থাকে। এটি খুবই বিপদজনক। কারন, এর দেহে যকৃত, চামড়ায় একধরনের বিষাক্ত পদার্থ টক্সিন ( tetrodotoxin ) বি্দ্যমান। এটি মানুষের দেহে প্রবেশ করার ২-৩ মিনিট পরেই মৃত্যুর মুখে পতিত হতে পারে।  

এরা নিশাচর প্রাণী। এদের ট্রপিকাল ও সাবট্রপিকাল অঞ্চলে বেশি পাওয়া যায়। পাথুরে সৈকত (Rocky shore), প্রবাল দ্বীপ (Coral reef) এরা থাকতে পছন্দ করে। এদের প্রধান খাবার সামুদ্রিক সজারু (sea-urchin), শামুক (Mollusc), কাঁকড়া (Crustacean)। 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "The spot-fin porcupine fish"

Post a Comment