"প্রবাল প্রাচীর" সেন্টমার্টিন, বাংলাদেশ।

এরা সাধারণত উপকূলীয় স্বচ্ছ পানিতে
প্রাবাল কলোনি বা প্রবাল প্রাচীর তৈরি করে উপকূলকে রক্ষা করে। এদের একটা দেহ অংশকে
“পলিপ” খন্ড বলা হয়, যা গ্যামেট তৈরির মাধ্যমে বংশবিস্তার করে। তাদের নিজস্ব কিছু
আত্নরক্ষার জন্য কর্ষিকা (ট্যান্টাকল) আছে , শিকারি প্রাণিদের গায়ে এটি তীরের মত ছুড়ে
দিয়ে অজ্ঞান করে দিতে পারে।
তবে এই প্রবালগুলো এক এক রঙের হয়ে
থাকের। এই মজার রহস্য হল, এর দেহে মিথস্ক্রিয়ভাবে বসবাসকারি কিছু (জুজেন্থ্যালা
নামক) শৈবাল,যারা সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। শৈবাল এর প্রয়োজনীয়
কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন যোগান দেয় প্রবাল, আর অক্সিজেন, খাদ্য সরবারহ করে
শৈবাল। শৈবালের বিভিন্ন রঙের জন্য প্রবালের রঙ ভিন্ন হয়।

কিন্তু বৈশ্বিক উষ্ণায়ণ,সামুদ্রিক
দূষণ, নৌকার নোঙর, দর্শকদের অসচেতনতা, প্রবাল পাচার ইত্যাদি কারনে এর সংখ্যা দিন
দিন কমে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর “গ্রেট বেরিয়ার রিফ” ২৩০০ কিঃমিঃ
যার ৮০% প্রবাল ধ্বংস হয়ে গেছে এখনই। কিন্তু প্রবাল বছরে মাত্র ১-২ সেঃমিঃ বাড়তে
পারে। বৈশ্বকি উষ্ণায়ণের ফলে "প্রবাল বিবর্ণ"

(Coral Bleaching) এর কারনে প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত।
আমাদের সেন্টমার্টিন এর প্রবাল
ধ্বংসের পথে। কারন আমরা কখনো আসল প্রবাল দেখতে পারিনা।
0 Response to ""প্রবাল প্রাচীর" সেন্টমার্টিন, বাংলাদেশ।"
Post a Comment