নীলাভ জলরাশি বা (Milky Sea Phenomenon)
![]() |
মালদ্বিপের রাতের সমুদ্র সৈকত |
ভারত মহাসাগরের মালদ্বীপে রাতের বেলায়
নীলাভ জলরাশির আবির্ভাব। আসিফ সৈকতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে দেখতে ভাবল; রাতের
বেলায় পানির রঙ নীলাভ হল কেন ?” সে গুগুল অনুসন্ধানে (Milky Sea Phenomenon) দিয়ে, উন্মোচন করল সমুদ্রের এক মজার রহস্য।
সাধারণত vibrio
নামের একধরনের সামুদ্রিক ব্যাক্টেরিয়ার উপস্থিতির জন্য এই রঙিন আভার
উদ্ভব। এ ঘটনাটি হল জীববিকিরণ (Bioluminescence)।Noctiluca scintillans নামে সামুদ্রিক
ডাইনোফ্লাজিলেট (dinoflagellate) ক্ষুদ্র প্রাণিতে এ ব্যাক্টেরিয়ার বসবাস।

![]() |
গভীর সমুদ্রতলে বিভৎস জীববিকিরণ মাছ। |
সামুদ্রিক কিছু ব্যাক্টেরিয়ার মাঝে
প্রতিনিয়ত এই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। মাঝে মাঝে খবর পাওয়া যায় সমুদ্রের গভীরে
অন্ধকারে বিভৎস প্রাণি আলো উৎপন্ন করতে পারে। কিন্তু যেসব প্রাণি আলো তৈরি করে, তাদের চোখে বা
গায়ে এই ব্যাক্টেরিয়ার বসবাস। আর এই নীলাভ আলো দিয়ে তারা শিকারকে আকর্ষণ করে বা
শিকারি থেকে রক্ষা পায়।
Read Users' Comments (0)