উপকূলের পরিবেশ পরিচিত পর্ব- ১

বাংলাদেশের উপকূলঃ  


বাংলাদেশের আয়তন , ৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ বর্তমান জনসংখ্যা ১৭ কোটি জনসংখ্যার বসবাস বাংলাদেশের উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য ৭১০ কিঃ মিঃদেশের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা নিয়ে উপকূলীয় অঞ্চল এই বিশাল তটরেখায় বসবাস করে কোটির উপরে মানুষ এখানকার সমুদ্র, নদী বেশিষ্টি ভূমিতে বসবাসরত জনগণের অন্যতম জীবিকা হলো, কৃষি মৎস্য আহরণএই উপকূল এলাকা সংকট সম্ভাবনার অঞ্চল হিসাবে পরিচিত এখানে ঘূর্ণিঝড়, জলেচ্ছাস, নদী ভাঙন এর মতো প্রাকৃতিক দূর্যোগ এর ঝুঁকি যেমন বেশি, তেমনি অর্থনৈতিক সম্ভবনাও রয়েছে প্রচুর
বঙ্গোপসাগরকে ঘিরে জোয়ার ভাটার প্রভাব,নোনা পানির অনুপ্রবেশ এবং ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, এই ধরণের প্রভাবযুক্ত ১৯টি জেলার ১৪৭টি উপজেলা উপকূলীয় ভূমি হিসাবে অন্তভূক্ত এর মধ্যে উপকূলীয় ১৪৭টি উপজেলার মধ্যে ৪৮টি উপজেলা নানান প্রাকৃতিক কারণে ঝুকিপূর্ণবঙ্গোপসাগরকে ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই উপকূলীয় অঞ্চলের মধ্যে রয়েছে
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মোট জনসংখ্যা হচ্ছে ৩ কোটি ৪৮ লক্ষ তার মধ্যে ৪৯ শতাংশ মহিলা এই অঞ্চলের প্রচুর সম্পদ থাকা সত্বেও দারিদ্র অপেক্ষাকৃত বেশী জনসংখ্যার ৫২শতাংশ দরিদ্র এবং ২৫ শতাংশ চরম দরিদ্র মাথা পিছু আয় ১ ডলারের নিচে জনসংখ্যার ৪৬ শতাংশ ১৫ বছর বয়সের নিচে কৃষি শ্রমিক, ক্ষুদ্র কৃষক, জেলে এবং শহর এবং দরিদ্র মানুষের সংখ্যা ৬৮ লক্ষ ৫০ হাজার এর মধ্যে মোট জনসংখ্যার ৭১ শতাংশ যায়দেশের এই এক তৃতীয়াংশ অঞ্চল কে ঘিরেই মুলতঃ অর্থনৈতিক বৈদেশিক আমদানী ও রপ্তানি বানিজ্য পরিচালিত হয়ে থাকে

উপকূলঃ


         সমুদ্র উপকূল হল স্থলভাগ ও জলভাগের মিলনস্থল।স্থলভাগ ও জলভাগকে বিভক্তকারী রেখাকে উপকূলীয় রেখা বলে।উপকূলীয় অঞ্চল উপকূলীয় রেখা থেকে সমুদ্রের দিকে একটি বলয় জুড়ে বিস্তৃত্ব।ভূপ্রাকৃতিক অবস্থার উপর উপকূলীয় অঞ্চলের গঠন ও আকার নির্ভর করে থাকে।উপকূলীয় রেখা দুই প্রকার।একটি সামুদ্রিক প্রক্রিয়ার দ্বারা যেমন, তরঙ্গের দ্বারা ক্ষয়সাধন, পলি সঞ্চয় অথবা সামুদ্রিক জীব ও উদ্ভিদের প্রভাবে এবং দ্বিতীয়টি গঠিত হয় প্রধানত ভূভাগে ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে যেমন, আগ্নেয় অগ্ন্যুৎপাতে ও ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল।ভূ-আন্দোলনে সমুদ্র উপকূলের উত্থান বা পতনের ফলে ভূভাগের পরিবর্তন লক্ষনীয়।মাঝে মাঝে এই দুই প্রকারের উপকূলীয় ভূপ্রকৃতি দেখা যেতে পারে। ( সূত্রঃ আধুনিক সমুদ্রবিজ্ঞান)
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "উপকূলের পরিবেশ পরিচিত পর্ব- ১"

Post a Comment